মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চন্দ্রঘোনা ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কর্ণফুলীতে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে।

শনিবার (১৪ জুন) রাত প্রায় ৮টায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ফেরিতে উঠার অপেক্ষায় ছিল। এসময় চালক গাড়ীতে ছিলেন না। ফলে ভাগ্যক্রমে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক চন্দ্রঘোনা ফেরিঘাটের লিচুবাগান অংশে ফেরিতে উঠার অপেক্ষায় ছিল। পরে ফেরী আসতে দেরি দেখে চালক ট্রাকটি পার্কিংয়ে রেখে গাড়ী থেকে নেমে আসে। এসময় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। এতে ভাগ্যক্রমে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ট্রাকটি নদী থেকে তোলার চেষ্টা করছে সওজ বিভাগ। রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী কির্ত্তী নিশান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি টেনে তোলার জন্য ক্রেন আনা হচ্ছে। রাতের মধ্যেই ট্রাকটি তোলা হবে আশা করছি।