মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

দীঘিনালায় স্রোতে ভেসে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়িতে মাইনি নদীর স্রোতে ভেসে নিখোঁজ হওয়া তড়িৎ চাকমার (৫৫) মরদেহ নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে মাইনি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুবুরি দলের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান। উদ্ধারের পর মরদেহটি দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া গণমাধ্যমকে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৩০ মে) সকালে মাইনি নদীর স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তড়িৎ চাকমা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করা হয়।