মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পূর্ব বাইশারী রাজঘাট এলাকায় হৃদয়বিদারক এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. হাশেম সরওয়ারের বসতবাড়ি। ভয়াবহ এই ঘটনা ঘটে রোববার (১৫ জুন) আনুমানিক ৩টা ৩০ মিনিটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ রূপ নেয়।

বাড়িটিতে বসবাস করতেন ডা. হাশেম সরওয়ারের একমাত্র ছেলে মিছবাহ ও তার বৃদ্ধা বিধবা মা। আগুনে ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড়, মূল্যবান কাগজপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

আগুন নিভে যাওয়ার পর বৃদ্ধা মায়ের কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আমার স্বামীর শেষ স্মৃতিটুকু ছিল এই ঘর, সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আল্লাহ ছাড়া আর কেউ নেই।”

স্থানীয় বাসিন্দারা জানান, ডা. হাশেম সরওয়ার ছিলেন একজন সৎ, নির্লোভ ও সমাজসেবী ব্যক্তি। তার মতো একজন গর্বিত মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে যাওয়া শুধু তার পরিবারের নয়, গোটা এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি।

ঘটনাস্থল পরিদর্শন করে সহানুভূতি জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা। এলাকাবাসী দ্রুত ত্রাণ ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।