মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ৩৭ গরু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে বার্মা থেকে চোরাইপথে আনা ৩৭টি গরু জব্দ করা হয়েছে।

রবিবার (০১ জুন) বিকেলে ১১ ব্যাটলিয়ান বিজিবির নিয়মিত টহল দল এই গরুগুলো জব্দ করে। ১১ বিজিবির আওতাধীন থিমছড়ি নামক স্থান থেকে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযানের খবর টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়েছে। তবে তাদের ধরতে অভিযান চলমান আছে। গরুগুলো বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলামে দেয়া হবে।