মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বাহিনীটি।

রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৫০-২-এস থেকে প্রায় ১৫০ গজ এবং আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাপাহাড় এলাকায় (জিআর-৩৫৫৭১৩ এমএস ৮৪সি/৭) এই অভিযান পরিচালিত হয়।Online shopping in Bangladesh

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সীমান্তের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের জন্য যথাযথ নীতিমালার আওতায় ব্যাটালিয়ন সদরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল ১১ বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।