‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পৌরকর মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৪ মে) সকালে প্রধান অতিথি থেকে রাঙামাটি পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
জেলা প্রশাসক বলেন, মানুষের একটা আস্থার নাম প্রশাসন। এইজন্য স্কুল, কলেজ মাদ্রাসা পরিচালনা করার জন্য জনগণ আমাদের ডাকে। এ চাকরীতে আছি আপনাদের ভালবাসা পাওয়ার জন্য। দীর্ঘকাল ধরে আমরা কাজ করছি। প্রশাসন যেখানে গেছে সেখানে কিছুটা হলেও পরিবর্তন হবে।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা কারো চোখ রাঙানি, হুমকি-ধামকি পরোয়া করি না। কয়েকজন দুষ্টু লোকের কারণে বৃহৎ পরিকল্পনা বাধা পড়ে। আমরা যতদিন আছি দয়া করে এগুলো করবেন না। একদম ছাড় দিবো না। বড় বড় চাকরী ছেড়ে এখানে এসেছি। আমাদের পিঠে কালি লাগাবেন না। প্রতিটি কাজ হবে ন্যায় এবং নিষ্ঠার সাথে।
রাঙামাটি পৌরসভার প্রশাসক মো: মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় ২৯৯ আসনে জামায়াতে ইসলামের মনোনিত এমপি প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: একে এম ফজলুল হক বক্তব্য রাখেন।