জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ইউপিডিএফ তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব করেছে। এ প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১২মে) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ভারপ্রাপ্ত সভাপতি মো. মোজাহিদ ইসলামের সভাপতিত্বে এবং নাগরিক পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানার সঞ্চালনায় এতে বক্তব্য দেন – নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহাদাত হোসেন সাঈদ।
এ সময় বক্তারা বলেন, কিছু দিন আগে ইউপিডিএফ-এর এক সংগঠক তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব করেছে। এ বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই যে তিন পার্বত্য জেলাকে নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।