রাঙামাটির দুর্গম পাহাড়ি উপজেলা বাঘাইছড়ির রূপকারী ও বটতলী মৌজার অন্তর্গত প্রশিক্ষণ টিলা বাঙালিপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে বসবাসরত অবহেলিত ও দুঃস্থ পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে জনপ্রশাসন।
শনিবার (১৪ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার নিজে উপস্থিত থেকে ৭৬টি পরিবারকে ২০ কেজি করে ১ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করেন।
এই গ্রামটি এতটাই অবহেলিত যে এবারের পবিত্র ঈদুল আজহায় কোনো কোরবানিও হয়নি। অথচ ঈদে দেশের অন্যান্য জায়গায় আনন্দ উদ্যাপন হলেও এই জনপদে নেমে এসেছিল একরাশ নীরবতা ও অনাহার।
প্রশাসনের এ মানবিক উদ্যোগে গ্রামবাসীর চোখে জল এসেছে। সহায়তা পেয়ে তারা রাঙামাটির জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, প্রথমবারের মতো সরকারি সহায়তা পেয়ে এলাকার মানুষ অত্যন্ত খুশি। এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে তারা নতুন করে বাঁচার আশা পাবে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম জনপদগুলোতে বসবাসরত দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরণের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।