বান্দরবানের আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়া এলাকায় ইয়াবা (মাদক) সেবন অবস্থায় ইয়াবাসহ ৪ জনে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
শনিবার (৩ মে) দিবাগত রাত অনুমানিক সাড়ে ১২ ঘটিকার সময় গোপন তথ্যর ভিত্তিতে নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়া এলাকায় ইয়াবা (মাদক) সেবন অবস্থায় ১৪ পিস ইয়াবসহ ৪ জনকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
আটকৃতরা হলেন, কৃষক দল ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের সভাপতি ও আবাসিক এলাকার আবু তাহের এর ছেলে আলম, আবাসিক এলাকার মনজুর আলমের ছেলে মুবিন মিয়া,৩ নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়ার হাফেজ আহমদের ছেলে সাদেক হোসেন, উভয় এলাকার আবুল হাসেম এর ছেলে মোঃ হাবিব উল্লাহ বলে জানা যায়।
চৈক্ষ্যং ইউনিয়নের কৃষক দলের সভাপতি আলম ইয়াবা সেবন কালে আটকের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাহাব উদ্দীন বলেন, যদি এ ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে তাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।
৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,গতকাল রাতে আমার এলাকার মোক্তার সদ্দার পাড়া ইয়াবা সেবন কালে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ৪ জন কে আটক করেন এবং আটককৃত ব্যাক্তিদের থানায় সোর্পদ করেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন,দিবাগত রাত ১২.১০ মিনিটে আলীকদমের নয়াপাড়া এলাকায় ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এই অপরাধে আসামীর ৩ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ৬০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একই সাথে ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।