বান্দরবানে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ দে নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে শহরের রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ দে বালাঘাটার বাসিন্দা রতন দে এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় অনুকুল ঠাকুর আশ্রমে বিদ্যুতের কাজ করছিল সৌরভ দে। কাজ করার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌরভ দে পড়ালেখার পাশাপাশি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন বলে জানা গেছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে সৌরভ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।