মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কেপিএম স্কুল এন্ড কলেজের প্রাক্তন মেধাবী ছাত্রী সাদিয়া বিনতে আনোয়ার ৪৪ তম বিসিএস পরীক্ষায় বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি কেপিএম স্কুলের ২০১১ সালে এসএসসি ব্যবসায় বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী।
এছাড়া তিনি কেপিএম স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক আনোয়ার সিকদারের একমাত্র কন্যা। সাদিয়া বিনতে আনোয়ার এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে জনতা ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি সকলের নিকট দোয়া ও ভালোবাসা চেয়েছেন।