মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মা‌টিরাঙ্গায় ৩ দিন ধ‌রে গ্রাম পুলিশ নিখোঁজ

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় তিন দি‌নেও সন্ধান মে‌লে‌নি মো. হা‌নিফ মিয়া (৪০) না‌মে এক গ্রামপু‌লিশের । হা‌নিফ উপ‌জেলার তবলছ‌ড়ি ইউ‌পির ৯নং ওয়ার্ড ,বংপাড়া এলাকার মৃত আবুল বশরের ছে‌লে। ১‌ ছে‌লে ও ১‌ মে‌য়ের জনক হা‌নিফ বৃহস্প‌তিবার (১৯ জুন) সন্ধার পর থে‌কে নি‌খোঁজ র‌য়ে‌ছে ব‌লে শ‌নিবার ২১ জুন থানায় নিখোজ ডায়রী ক‌রে‌ছেন তার স্ত্রী পারভীন আক্তার ।

এ‌দি‌কে শুক্রবার (২০ জুন) দুপু‌রের পর সামা‌জিক যোগা যোগ মাধ্যমে ফেসবু‌কের বি‌ভিন্ন আই‌ডি থে‌কে ভারতীয় সিমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফএর গু‌লি‌তে হা‌নিফ না‌মে তবলছ‌ড়ির গ্রামপু‌লিশ নিহ‌তের ৫‌ সেকেন্ডের‌ এক‌টি ভি‌ডিও ভাইরাল হ‌লে হা‌নি‌ফের স্বজনরা হা‌নি‌ফের লাশ ব‌লে সনাক্ত ক‌রে। এব্যাপারে বি‌জিবির পক্ষ থে‌কে আনুষ্ঠা‌নিক ভা‌কে কোন বক্তব্য পাওয়া যায় নি।

হা‌নি‌ফের স্ত্রী পারভীন আক্তার জানান, (১৯ জুন) বৃহস্প‌দিবার সন্ধা ৭টার দি‌কে মোবাইল ফো‌নের মাধ্যমে একই ওয়া‌র্ড রপুরাতন তবলছ‌ড়ির বেলাল হো‌সেন ওরফে চোরা বেলাল ও হেলু না‌মে দুই ব্যক্তি ‌হা‌সিফ‌কে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। শুক্রবার (২০জুন) সকাল পর্যন্ত হা‌নিফ বাড়ি ফি‌রে না আসায় তার খো‌জে চোরা বেলা‌লের বাসায় গে‌লে বেলাল জানায়, তার গা‌য়ে জ্বরের কার‌ণে সে বা‌ড়ি থে‌কে বা‌হির হয়নি। হা‌নিফ সহ ক‌য়েক জন রা‌তে ভার‌তে গে‌ছে ব‌লে হা‌নি‌ফের স্ত্রী পারভীন কে জানায় বেলাল।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ হা‌সিবুল হক (তদন্ত) জানান,‌ নিখো‌জের স্ত্রী প‌রিভীন আক্তার শ‌নিবার (২১ জুন) মা‌টিরাঙ্গা থানায় এক‌টি নি‌খোজ ডায়রি ক‌রে‌ছেন। সে মোতা‌বেক হা‌নিফ‌কে উদ্ধা‌রে পু‌লিশ তৎপর রয়ে‌ছেন বলে জানান তি‌নি।