গাজীপুরে মাওলানা রঈস উদ্দিনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য ইমাম পরিষদ।
সোমবার (৫ মে) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য ইমাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী, কাঁঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী, ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন, স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস।
বক্তারা বলেন, আমরা যারা তরিকাপন্থী তারা শান্তিপ্রিয়। মাওলানা রইস উদ্দিন যদি দোষী হতেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারতো। কিন্তু তা না করে মব জাস্টিজের মাধ্যমে হত্যা করা হয়েছে।
এটি শুধুমাত্র একজন ইমামের ওপর নির্মম সহিংসতা নয়, বরং একজন নাগরিকের মৌলিক মানবাধিকার হরণের জ্বলন্ত উদাহরণ। এ ঘটনায় জড়িত স্থানীয় মব এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এতে বক্তারা আরও বলেন, দেশের আলোচিত ইমাম রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে বিগত দশ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করেনি। এই ঘটনা থেকে একদিকে যেমন দেশের আইনশৃঙ্খলা অবনতির বিষয়টা স্পষ্ট হয়ে উঠে। পাশাপাশি সরকার ইমামদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। সরকার দ্রুত সময়ের মধ্যে মাওলানা রঈস উদ্দিন হত্যাকারীদের বিচারের আওতায় না আনে তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।