বান্দরবানের লামা উপজেলার বড় নুনার বিল এলাকায় ভোররাতে সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবা সদনে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, বিহারে একজন ভিক্ষু ও চারজন শ্রামণ অবস্থান করছিলেন। হঠাৎ একদল ডাকাত বিহারে প্রবেশ করে টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘুম ভাঙলে তিনি নিজে ডাকাতের মুখোমুখি হন। তখন অন্য এক ডাকাত তাকে গুলি করার হুমকি দেয়।
ডাকাতেরা চলে যাওয়ার সময় একটি টর্চলাইট ও একটি টুপি রেখে যায়। ঠিক কত টাকা লুট হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি বিহারের অধ্যক্ষ। ঘটনার পর বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটা ডাকাতি নয়। চোরেরা চুপিসারে মোবাইল আর টাকা চুরি করার সময় বিহারের ভান্তেরা ঘুম থেকে উঠলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। তারপরও মামলা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।