মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

‘সহায়ক পরিবেশ ও পরিকল্পিত প্রশিক্ষণ থাকলে মানুষই হয়ে উঠবে উন্নয়নের কারিগর’

পার্বত্য চট্টগ্রামের অপ্রচলিত শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে জাবারাং কল্যাণ সমিতি।

শুক্রবার (২০ জুন) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর হোটেল গাইরিংয়ে শুরু হয় তিনদিনব্যাপী অনানুষ্ঠানিক এমসিপি সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ।

আইএলও বাংলাদেশ-এর প্রোগ্রেস প্রকল্পের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ চলবে ২২ জুন পর্যন্ত এবং এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২৫ জন প্রশিক্ষণার্থী। কর্মশালায় অংশ নিয়েছেন জেলার মাঠপর্যায়ের বিভিন্ন গ্রেডে দক্ষ হিসেবে কর্মরত উদ্যোক্তা ও দক্ষ ব্যাক্তিগণ। গ্রেডগুলোর মধ্যে রয়েছে মাসরুম চাষ, মধু চাষ, বিউটি কেয়ার, সেলাই, প্লাম্বিং, মোটরসাইকেল মেরামত, কম্পিউটার, রান্নাসহ নানান বিষয়ে।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল অনানুষ্ঠানিক শিক্ষানবিস কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণকারীদের দক্ষতা, মনোভাব ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করা। উল্লেখ্য পরবর্তীতে প্রত্যেকটি প্রশিক্ষণার্থী এমসিপির আওতায় ২ জন করে শিক্ষানবীশ থাকবে এবং শিক্ষানবীসগন নির্ধারিত বিষয়ে আগামী ৬ মাস দক্ষতা অর্জন করে দক্ষ মানব সম্পদে রুপান্তর হবে পারবে।

জাবারাং-এর এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি একটি প্রতিজ্ঞা—পাহাড়ি জনপদের তরুণ ও যুবসমাজকে দক্ষ, সচেতন ও মানবসম্পদে রূপান্তর করে সমাজ উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার।

এই কর্মসূচির মাধ্যমে আশা করা হচ্ছে যে, সহায়ক পরিবেশ ও পরিকল্পিত প্রশিক্ষণ থাকলে যেকোনো প্রান্তিক শ্রেণির মানুষই হয়ে উঠবে উন্নয়নের কারিগর।