মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ভারী বর্ষণে সড়কে ভেঙ্গে পড়েছে বিশাল গাছ, পাহাড় ধসের শঙ্কা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)।
বঙ্গোপসাগরে চলমান নিম্মচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ফলে কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে যোগাযোগ বন্ধ সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। শুক্রবার (৩০ মে) সকালে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সদস্যরা উক্ত সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা, মরিয়ম নগর এলাকায় ভেঙে পড়া গাছ গুলো অপসারণ করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, ভারী বর্ষণের ফলে কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাপ্তাইয়ের এক বসতবাড়িতে বিশাল গাছ ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ঘরে থাকা সদস্যরা। এছাড়া পাহাড়ী এলাকা গুলোতে পাহাড় ধসের আতংক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পাহাড়ী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে আসতে মাইকিং করা হচ্ছে।
কাপ্তাই উপজেলার নতুন বাজার ঢাকাইয়া কলোনী, রাইখালী, ওয়াগ্গা ও চিৎমরমের বিভিন্ন পাহাড়ী এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার। তারা অনেকেই এখনো নিরাপদ আশ্রয়ে যায়নি। তাই তাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে প্রশাসনের মাইকিং চলছে।
ইতিমধ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বিভিন্ন পাহাড়ী এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ে যেন ঝুঁকিতে থাকা বসবাসকারী নিরাপদ আশ্রয়ে চলে যায়। এছাড়া উপজেলা প্রশাসন টিম সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বলে তিনি জানান।

প্রধান খবর

নির্বাচিত খবর