মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ঈদগাঁওয়ে গভীর রাতে বন্য হাতির পাল লোকালয়ে

প্রতীকি

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়েছে। পরে স্থানীয়দের ধাওয়াতে বনে ফিরে গেছে।

শনিবার (১৪ জুন) রাত একটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউপির মধ্যম রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার (১৪ জুন) গভীর রাতে বন্য হাতির একটি পাল উক্ত এলাকায় ঢুকে পড়ে। এসময় মানুষের বসতভিটার গাছে থাকা কাঁঠাল,কলাগাছ ও অন্যান্য খাদ্য সাবাড় শুরু করে। হাতির পালের তাণ্ডবের শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙ্গে। পরে লোকজন জড়ো হয়ে হাতির পালকে ধাওয়া দিলে দীর্ঘ চেষ্টার পর বনের দিকে ফিরে যায়। পালটি এলাকাবাসীর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।

তারা জানান, বনের মধ্যে দিন দিন খাদ্য সংকট দেখা দেয়াতে খাবারের খোঁজে বন্য হাতির পালস গ্রামে ঢুকে পড়ছে বলে তারা ধারণা করছেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বনবিট কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মনসুর আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।