মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ঈদগাঁওয়ে নদীর পাড়ে অবৈধ স্থাপনা, ভূমি কর্মকর্তার উপস্থিতি, দখলদার লাপাত্তা!

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। বাজারের ডিসি সড়কের ছাগলবাজার এলাকার নজরুল মার্কেটের মালিক নজরুল ইসলাম নদীর পাড় দখল করে পাকা স্থাপনা চালিয়ে আসলেও স্থানীয় প্রশাসন চুপ থাকার বিষয়ে সাধারন মানুষ ফুঁসে উঠেছে।

এদিকে খবর পেয়ে সোমবার (০৬ অক্টোবর) বিকেলে ঈদগাঁও ভুমি অফিসের কর্মকর্তা আবদুল জব্বার ঘটনাস্থলে গেলে দখলদার নজরুল গা ঢাকা দেয় বলে জানা গেছে।

তবে, তদন্তকারী কর্মকর্তা আবদুল জব্বার নদীর পাড় দখর করে নানা স্থাপনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের ডিসি রোড সংলগ্ন ছাগলবাজার এলাকায় নজরুল মার্কেটের পেছনে নদীর পাড়ে গাইডওয়াল নির্মাণ কাজ চলছে।

স্থানীয়রা জানায়, নদী দখল করে এ নির্মাণকাজ চললে প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। বর্ষায় পানি চলাচলে সমস্যা দেখা দিবে। এমনকি বাজারের দোকান ও আশপাশের বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম দখল অস্বীকার করে বলেন, বর্ষার ঢলের পানি থেকে মার্কেট রক্ষায় রেজিস্ট্রারকৃত জায়গার ভেতরেই গাইডওয়াল নির্মাণ কাজ করছি।

তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবী করেন, গত কবছর ধরে প্রভাবশালীরা নদীর দুই পাড় দখল করে একের পর এক নানা স্থাপনা তুলছে। এতে নদীর প্রস্থ কমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। হারিয়ে যাচ্ছে নদীর প্রাণ ও সৌন্দর্য।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ঈদগাঁও উপজেলা সভাপতি কাফি আনোয়ার বলেন, ফুলেশ্বরী নদীকে বাঁচাতে কঠোর পদক্ষেপ না নিলে এটি পুরোপুরি বিলীন হয়ে যাবে। তিনি দ্রুত উচ্ছেদ অভিযান ও প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে নজরে আসছে জানিয়ে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, নদী দখলের বিষয়ে তথ্য পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান খবর

নির্বাচিত খবর