মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ঈদগাঁওয়ে সশস্ত্র ডাকাতদলের গরু লুট!

সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনায় মঙ্গলবার (১ জুলাই ) গভীর রাতে গোয়াল ঘর থেকে তিনটি গরু লুট করেছে সশস্ত্র ডাকাত দল। গরুর মালিকেরা হলেন, জামাল উদ্দিন ও আবু হেনা।

ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তাদের গোয়াল ঘর থেকে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের তিনটি গরু লুট করে ছাড়পোকা গাড়িযোগে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানোর কথা জানান।