সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তারা হলেন উখিয়ার ৭ নম্বর ওয়ার্ড ছোট হাবিবপাড়ার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) ও একই উপজেলার ৮ নম্বর ওয়ার্ড মাদারবনিয়া গ্রামের রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে।

উদ্ধার আলামতসহ আটক মাদক কারবারিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।