মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

উখিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি বন্দুক, একটি গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

গ্রেফতার আসামিরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল এলাকার ওমর ফারুকের ছেলে আহমদ শরীফ ওরফে শরীফ্যা ডাকাত এবং রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকার ছৈয়দ আলমের ছেলে রেজাউল করিম ওরফে বাবুল। আহমদ শরীফ এ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

লে. কর্নেল কামরুল হাসান জানান, গত ২৩ জুন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল এলাকায় নুরুল আমিন ওরফে বাবুল এবং তার ভাই হাসান আলীর বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে ডাকাতরা বের হওয়ার সময় নুরুল আমিন ও তার ভাই তাদের বাধা দিলে ডাকাতরা তাদের মারধর করে।

তিনি আরও বলেন, ‘স্বজনদের চিৎকারে নুরুল আমিন ডাকাত আহমদ শরীফকে চিনে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা নুরুল আমিনের বগলে বন্দুক ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের স্ত্রীর বরাতে র‌্যাব জানায়, মালয়েশিয়ায় প্রবাসে থাকা অবস্থায় ডাকাত আহমদ শরীফ নিহতের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করত। এতে রাজি না হওয়ায় সে আগে থেকেই ক্ষিপ্ত ছিল। ঘটনার পরদিন ২৪ জুন নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন।

র‌্যাব জানায়, বুধবার (০২ জুলাই) রাতে অভিযানে গেলে দুইজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশির সময় চারটি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।

লে. কর্নেল কামরুল হাসান আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।