কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি সহ সেনাবাহিনীর চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তে ডাকাত সর্দার শাহীনের সহযোগী বলে দাবি পুলিশের।
তার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সাথে যোগাযোগেরও অভিযোগ রয়েছে বলছেন পুলিশের সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ জুন) মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
মো. আশিক মিয়া (২৭) একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সিপাহী পদ থেকে চাকুরিচ্যুত সদস্য।
আরিফ হোছাইন বলেন, সোমবার (২৩ জুন) মধ্যরাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থায় অবস্থান করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথদল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় তৈরি বন্দুক, ১টি পিস্তলের গুলি, সেনাবাহিনী সদস্যের ১টি হেলমেট, আনসার বাহিনী সদস্যের ১টি হেড প্রিক্যাপ, ১টি লোহার শিকল, সেনা সদস্যের সমর বিদ্যা দ্বিতীয়পত্রের ১টি বই ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, আটক আশিক মিয়া চাকুরিচ্যুত সেনা সদস্য। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত সর্দার শাহীনের গানম্যান হিসেবে সক্রিয় সহযোগী। তার বিরুদ্ধে সীমান্ত দিয়ে আরাকান আর্মির কাছে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মুহাম্মদ আরিফ হোছাইন।