কক্সবাজারের উখিয়ার মনখালীতে নেশার টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এবং অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত কানিজ ফাতেমা জুতি (৪) কোনারপাড়া এলাকার আমান উল্লাহর মেয়ে। এবং গ্রেফতার নিহতের বাবা আমান উল্লাহ (৩৫) মৃত নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বাড়িতে মাদকের টাকার জন্য স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে তার প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। শনিবার (৫ জুলাই) রাতেও মাদকের টাকার জন্য স্ত্রীর সঙ্গে তার ঝগড়া লাগে। একপর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্বামীর ভয়ে স্ত্রী পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়। এ সময় ঘরে স্ত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের ৪ বছর বয়সী মেয়েকে মাথায় হেমার দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। পরে ঘাতক বাবা মরদেহটি বাড়ির পাশের খালে ফেলে দেয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘রাতে ঘটনার খবর পাওয়ার পরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় খাল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ সময় ঘাতক বাবাকে গ্রেফতার করা হয়েছে। আর শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’