মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

উখিয়ায় `হাসিঘর ফাউন্ডেশন’র নতুন কমিটির অভিষেক

কক্সবাজারের উখিয়ায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ১০টায় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে পি এম মোবারক সভাপতি ও নোমান মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‘অসহায়ের মুখে হাসি ফুটাবো’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার। তিনি নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে বলেন, এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং সমাজের প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় করার সুযোগ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবীন নেতৃত্ব সংগঠনের উদ্দেশ্য আরও কার্যকরভাবে বাস্তবায়ন করবে।

নবনির্বাচিত কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বক্তারা তাদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত এ সংগঠন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে।

২০২১ সালে কক্সবাজারের উখিয়ায় প্রতিষ্ঠিত হয় হাসিঘর ফাউন্ডেশন। শুরু থেকেই সংগঠনটি সমাজসেবার নানা উদ্যোগে নিয়োজিত রয়েছে এবং উখিয়ার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।