কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে এক যুবক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন।
সোমবার (২ জুন) ভোরে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ইস্ট ব্লকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।
নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ আয়াস (২২), তিনি ওই ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে। আহত শিশু কামাল উদ্দিন (১২) একই ক্যাম্পের বাসিন্দা।
ইউএনও জানান, ভোরে পাশের একটি মাটির দেয়াল ধসে দুই রোহিঙ্গা আহত হন। তাদের মধ্যে মোহাম্মদ আয়াসকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ও আহত দুইজনই সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করছিলেন। তারা মোহাম্মদ আয়াসের বোনের ঘরে অস্থায়ীভাবে ছিলেন এবং এখনও রোহিঙ্গা নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক কার্ড পাননি।