শফিউল আলম, রাউজান ঃ কর্ণফুলী নদী ও হালদা নদীর জোয়ারের পানিতে রাউজান ও হাটহাজারীর নিম্ম এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে রাউজানের উরকিরচর ইউনিয়নের হার পাড়া, সার্কদা, দেওয়ানজী ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম আবুর খীল, নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া, কচুখাইন, ছমিদর কোয়াং মোকামী পাড়া, পালোয়ান পাড়া, সামমাহলদর পাড়া, বাগোয়ান ইউনিয়নের পাচঁখা¦ইন, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, সরকার পাড়া, কাগতিয়া, ডোমখালী, উত্তর গুজরা, কাসেম নগর, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী, ইদিলপুর, জাম্বইন. রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরী ঘোনা, মঘাশাস্ত্রী বড়ুয়া পাড়া, বদুর ঘোনা, রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিন গহিরা, গহিরা মোবারক খীল, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতায়ালী ঘোনা, কাজী পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহ নগর, হাটহাজারী উপজেলার লাঙ্গল মোড়া, ছিপাতলী, ফটিকা, গুমান মর্দন, ইছাপুর, মেখল ফকির হাট, মার্দ্রাসা, দক্ষিন মার্দ্রাসা, হাটহাজারী পৌরসভার এগারমাইল মফিজ চেয়ারম্যান ঘাটা, আবদুল মজিদ সড়ক, মিঠাছড়ার কুল, ফতেহ পুর ইউনিয়নের বাদামতল, নন্দীর হাট, খন্দকিয়া, বুড়িশ্চর, মদুনাঘাট, টেন্ডর্লে ঘাটা এলাকা সমুহের জনগনের চলাচলের সড়[ক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়ে। জোয়ারের পানির শ্রোত সড়কের উপর দিয়ে গড়িয়ে পড়তে দেখা যায় । এছাড়া ও মদুনাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্টান ও বিভিন্ন এলাকার ঘরবাড়ীতে জোয়ারের পানি প্রবেশ করে । জোয়ারের পানিতে সড়ক ও এলাকার মানুষের ঘর বাড়ী প্লাবিত হয়ে যাওয়ায় শত শত মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয় । জোয়ারের পানির শ্রোতে রাউজান নোয়াপাড়া সড়কের মগদাই এলাকায় একটি বেলি ব্রীজ ধসে পড়ে । জোয়ারের পানির শ্রোতে জনগনের চলাচলের সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকৃুটি পাড়ার বাসিন্দ্বা সুজন জলদাশ বলেন, জোয়ারের পানিতে এলাকার দু শতাধিক পরিবার্রে বসতঘর ও চলাচলের সড়ক তলিয়ে গেছে । হাটহাজারীর মিঠাছাড়ার কুল এলাকার বাসিন্দ্বা নজরুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে সড়ক ডুবে যাওয়ায় এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে । হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, জোয়ারের পানিতে নিচু এলার্কা সড়ক কিছু ঘর বাড়ী পানিতে ডুবে গেছে। জোয়ার শেষে নদীতে ভাটা হলে সড়ক ও ঘরবাড়ী থেকে পানি নেমে যাবে । জোয়ারের পানির শ্রোতে সড়কগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার শংকা রয়েছে
