কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে সোনা মিয়া(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে দক্ষিণ ধুরুং মশরফ আলীর বলীর পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফার্মাসিস্ট মোহাম্মদ আনিছ বলেন, শনিবার(৩১ মে) সকাল ১০ টার দিকে ওই গ্রামের আবুল হোসেনের পুত্র সোনা মিয়া পুকুর পাড়ে খেলতে গিয়ে তলীয়ে যায়। খোঁজা খুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।