কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি নিয়ে মতবিনিময় সভা করেছে কুতুবদিয়া স্বেচ্ছাসেবি সমন্বয় ফোরাম।
সোমবার (১৬জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৬ মাস ধরে রক্ত রক্তসঞ্চালন, সিজারিয়ান, এক্সরে, অ্যাম্বুলেন্স সেবা জনবল সংকটে বন্ধ রয়েছে। এসব সমস্যা দ্রুত দূরীকরণে সমন্বয় ফোরামের পক্ষ থেকে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান সমন্বয় ফোরামকে আশ্বস্থ করে বলেন, আগামী জুলাই থেকে জনবল সংকট দূর হতে পারে। রক্তসঞ্চালন জরুরি সেবা সম্ভব হবে। ডাক্তার ও স্টাফ স্বল্পতায় সিজার সেবা দেরি হচ্ছে। বৈদ্যুতিক সংযোগ সমস্যার সমাধান হলে প্রয়োজনে এক্স-রে সেবা দেয়া যাবে।
মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবি সমন্বয় ফোরাম টীমের ফজল করিম, আবুল কাশেম, সোহেল রানা, মেহেদী, আশেক, বাদশা,ফাহাদ, আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।