মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কুতুব‌দিয়া স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে স্বাস্থ্য সেবা নি‌শ্চি‌তের দা‌বি‌তে স্মারকলিপি প্রদান

কুতুব‌দিয়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে স্বাস্থ্য সেবা নি‌শ্চি‌তের দা‌বি‌ নি‌য়ে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছে কুতুব‌দিয়া স্বেচ্ছা‌সে‌বি সমন্বয় ফোরাম।

সোমবার (১৬জুন) দুপু‌রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ক‌ক্ষে‌ এ মত‌বি‌নিময় অনু‌ষ্ঠিত হয়।

স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সে গত ৬ মাস ধ‌রে রক্ত রক্তসঞ্চালন, সিজা‌রিয়ান, এক্স‌রে, অ্যাম্বু‌লেন্স সেবা জনবল সংকটে বন্ধ র‌য়ে‌ছে। এসব সমস্যা দ্রুত দূরীকর‌ণে সমন্বয় ফোরা‌মের পক্ষ থে‌কে লি‌খিত স্মারক‌লি‌পি প্রদান করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান সমন্বয় ফোরাম‌কে আশ্বস্থ ক‌রে ব‌লেন, আগামী জুলাই থে‌কে জনবল সংকট দূর হ‌তে পা‌রে। রক্তসঞ্চালন জরু‌রি সেবা সম্ভব হ‌বে। ডাক্তার ও স্টাফ স্বল্পতায় সিজার সেবা দেরি হ‌চ্ছে। বৈদ‌্যু‌তিক সং‌যোগ সমস্যার সমাধান হ‌লে প্রয়োজ‌নে এক্স‌-রে সেবা দেয়া যা‌বে।

মত‌বি‌নিময় সভায় স্বেচ্ছা‌সে‌বি সমন্বয় ফোরাম টী‌মের ফজল ক‌রিম, আবুল কা‌শেম, সো‌হেল রানা, মে‌হেদী, আ‌শেক, বাদশা,ফাহাদ, আ‌রিফ প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।