মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে খাল পাড়ে একটি সদ্য নবজাতক শিশু পাওয়া গেছে।
শনিবার (৩০ মে) ভোরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের খাল পাড় এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার ভোরে পূর্ব মায়ানী খাল পাড় এলাকার মো. মোস্তফা নামের এক কৃষক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। খোঁজাখুজি করে খাল পাড়ে থাকা শরীরে টাওয়াল মোড়ানো একটি সদ্য নবজাতক উদ্ধার করে স্থানীয় মুজিবুল হকের কাছে নিয়ে যান। পরবর্তীতে এলাকার সকলের সম্মতিতে খোরশেদ আলম নামের একজন নিঃসন্তান পরিবারের হাতে নবজাতকটি তুলে দেওয়া হয়।
মো. শাহাব উদ্দিন নামে স্থানীয় যুবক বলেন, শনিবার ভোরে একটি নবজাতক শিশু পেয়ে মোস্তফা নামে একজন আমার বাবার কাছে নিয়ে আসেন। পরবর্তীতে এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী খোরশেদ আলম নামের নিঃসন্তান এক পরিবারে হাতে তুলে দেওয়া হয়। অথচ বাচ্ছাটির পাষ- মা-বাবা নিজের ভূমিষ্ঠ সন্তানকে খাল পাড়ে রেখে চলে যায়। এ কেমন মা, এ কেমন নিষ্ঠুর পৃথিবী। তারা হাসপাতালে চিকিৎসা দিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়।