মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চকরিয়ায় বন্যপ্রাণীতে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের উদ্যোগে এবং চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে চকরিয়া উপজেলা পরিষদ হলরুম ‘মোহনা মিলনায়তনে’ এ চেক বিতরণ অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, বনবিভাগের পক্ষ থেকে চকরিয়া উপজেলায় বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যক্তিকে মোট ৬ লাখ ৫০০ টাকার সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।

এছাড়াও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে বনবিভাগ এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।