কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার(১৭ জুন) ও বুধবার(১৮ জুন) চকরিয়া উপজেলা পরিষদের সুগন্ধা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় কর্মশালাটি পরিচালিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন মিয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মো. ইকরাম উল্লাহ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং এএসএম মনির উদ্দিন প্রমুখ।