মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

জুলাই স্মৃতি উদযাপন : চকরিয়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে জুলাই স্মৃতি উদযাপন উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহিদ ও আহতদের স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত করে সভার কার্যক্রম সূচনা করা হয়।

সভায় উপস্থিতির মধ্যে থেকে জুলাই স্মৃতি উদযাপন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক মতামত উত্থাপন করে বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইয়াছিন মিয়া, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরাম সভাপতি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক আবদুল কাদের প্রাইম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, জুলাই গণঅভ্যুত্থান শহিদ আহসান হাবীবের ছোট ভাই রায়হান, জুলাই গণঅভ্যুত্থান আহত দু’চোখ হারানো পটিয়া আল জামেয়া মাদ্রাসার শিক্ষার্থী মোর্শেদুল ইসলাম ও আহত আবদুল্লাহ’র পিতা প্রমূখ।

এছাড়াও প্রস্তুুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা: আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জন্নাতুল ফেরদৌসী, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক সাংবাদিক এম.মনছুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোবারক হোসেন জিহানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রস্তুুতি সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বিশেষ করে (১ থেকে ৩৬ জুলাই) বৈষম্যবিরোধী ও মুক্তিকামী ছাত্র-জনতার অভূতপূর্ব বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে জাতি মুক্ত হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে।

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহিদের স্মৃতিকে ধরে রাখতে এবং অভ্যুত্থানে আহত সকল যোদ্ধার অবদানকে স্মরণ করা প্রয়োজন। যাদের আত্মত্যাগ না হলে এ দেশে কখনো একটি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ হিসেবে উপহার পেতো না সেই বীরদের জাতি আমরণ স্মরণ রাখবেন- বক্তারা বলেন।