সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

টেকনাফে ডাকাত-অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, বন্দি ব্যক্তিসহ অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ডাকাত-অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও অপহরণকারীদের কাছে বন্দি থাকা একজনকে উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার (৫ জুন) রাত ১১টার দিকে উপজেলা জাদিমুড়া পাহাড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ড ও পুলিশ। উদ্ধার হওয়া ব্যাক্তি টেকনাফ পৌরসভার পুরান পাল্লান পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রাসেল।

এসময় জি-থ্রি বিদেশি রাইফেল, তিনটি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন হাজার একশ রাইফেলে ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬শ টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাদিমুড়া পাহাড় সংলগ্ন এলাকায় ডাকাত ও অপহরণকারী একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল অভিযানে যায়। সেখানে যাওয়ার পর যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে অপহরণকারীরা। এক পর্যায়ে যৌথবাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে অপহরণকারীরা পাহাড়ের ভেতর পালিয়ে যায়। পরে তাদের আস্তানা তল্লাশি করে অপহরণকারীদের কাছে বন্দি থাকা একজনকে উদ্ধারের করা হয়েছে। পাশাপাশি বিদেশি অস্ত্র, গুলি ও মদ জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।