শামসুদ্দীন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন গোপন সংবাদ পেয়ে শনিবার সকাল ৫ টায় টেকনাফ থানা পুলিশসহ টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় নেচার পার্কের ভিতরের পুকুরে ঘণ্টা ব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়েছে। পরে উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে ১০ টি হ্যান্ড গ্রেনেড,১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর,পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৩১ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করে আরো জানান-জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর,তাজা গোলা ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের টহল জারি রয়েছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ বিষ্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পাহাড়ি স্বশস্ত্রগোষ্টি অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় অপহরণ বানিজ্যে লিপ্ত রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একাধিক সন্ত্রাসী দল গড়ে উঠেছে। তাদের দুপক্ষের গুলাগুলিতে পুরো এলাকায় আতংক সৃষ্টি হয়ে থাকে। তাদের কাছে রয়েছে দেশীরসহ ভারি অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশী অভিযানের মাধ্যমে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দাবী জানান এলাকার সচেতন মহল।