বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

টেকনাফে মাদকবিরোধী অভিযানে এক লাখ দশ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযানে এক লাখ দশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কেওড়া জঙ্গল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া দুটি বস্তায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির দাবি, অভিযানের সময় পাচারকারীরা সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তায় তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।