মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে কেওড়া জঙ্গলের ভেতরে পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

রোববার (২২ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে টেকনাফ সীমান্তে মির্জাজোড়া এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক প্রবেশের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপি ও দমদমিয়া বিওপি থেকে বিশেষ টহল দল মোতায়েন করা হয়।

এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় একটি নৌকাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই নৌকা থেকে দুইজন ব্যক্তি সাঁতরে কেওড়া বাগানের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

দীর্ঘ সময় তল্লাশির পর বিজিবি সদস্যরা কেওড়া জঙ্গলের কর্দমাক্ত স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।