কক্সবাজারের টেকনাফের হ্নীলা হাইস্কুলে দুই ছাত্রের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত গোপন কোনো বিষয় নিয়ে আবেগতাড়িত হয়ে দুই সহপাঠীর মধ্যে এই ধরনের জীবনঘাতী ঘটনা ঘটতে পারে।
আহত শিক্ষার্থী হচ্ছে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র এবং হোয়াব্রাং এলাকার দুবাই প্রবাসী আব্দুল্লাহর পুত্র ওমর খলিল (১৫)। এবং অপরজন হচ্ছে দক্ষিণ-পশ্চিম ফুলের ডেইলের জাফর আলমের পুত্র মোহাম্মদ সাবের (১৮)।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়োর বাথরুমে ৯ম শ্রেণীর মানবিক শাখার ছাত্র ওমর খলিল (১৫) এবং একই স্কুলের ছাত্র মোহাম্মদ সাবের (১৮)-এর মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে সাবের তার সহপাঠী ওমর খলিলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
উপস্থিত শিক্ষার্থীরা ও শিক্ষকগণ বিষয়টি জানতে পেরে রক্তাক্ত ওমর খলিলকে উদ্ধার করে হ্নীলা স্টেশনের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম জানান, মঙ্গলবার (২৪ জুন) স্কুলের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ১ম শিপ্ট শেষে ২য় শিপ্টের পরীক্ষা শুরুর প্রস্তুতিতে সকলে ব্যস্ত ছিলাম। হটাৎ এই খবর শুনে হতবিম্ব হয়ে পড়ি।
আহত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বিষয়টি বিদ্যালয় প্রশাসন ও ঊর্ধ্বতন মহলের সাথে পরামর্শক্রমে আগামীতে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অনেকের ধারণা, প্রেম ঘটিত কোনো বিষয় নিয়ে দুই সহপাঠীর মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে।