মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পটিয়ায় গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার উজ্জ্বল (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৃদ্ধকে প্রথমে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য কৌশল হিসেবে তার মরদেহ ছাগল বাঁধার দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বলের প্রতিবেশী বাসুদেব (৫৪) ও তার স্ত্রী সঞ্চিতা মহাজন মনি বালাকে (৫০) আটক করেছে পুলিশ৷ বর্তমানে পটিয়া থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন গণমাধ্যমকে জানান, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে, উজ্জ্বল ধরের সঙ্গে প্রতিবেশী মনিবালার পরকীয়ার সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল। পাশাপাশি কিছু আর্থিক লেনদেনও ছিল। এর জেরে মনিবালার ছেলে শান্ত ভুক্তভোগী উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে শান্ত পলাতক রয়েছেন।

পটিয়া থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মরদেহটি উদ্ধার করা হয়। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।