বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

পেকুয়ায় যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১

পেকুয়া উপজেলার উজানটিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার(৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেকঘোনা এলাকায় নিজ বাড়ি থেকে নুরুল আজিম (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নুরুল আজিম ওই এলাকার মৃত করিমদাদের ছেলে।

অভিযানে অংশ নেওয়া একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এসময় নুরুল আজিমের ঘর থেকে ৭৫০ গ্রাম গাঁজা, ২টি চাইনিজ চাপাতি, ২ বোতল বিদেশি মদ এবং নগদ ১৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নুরুল আজিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, “নুরুল আজিমের বাড়িতে দিন-রাত অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। বিষয়টি আমরা আগেই আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। তাকে ধরায় আমরা স্বস্তি পেয়েছি।”

গ্রেপ্তারের পর নুরুল আজিমকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার চক্রের অন্যদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।”