মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বদরখালীতে চিংড়িচাষীকে কুপিয়ে হত্যার চেষ্টা: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নের আমিরখালী পাড়ায় চিংড়িচাষী আবদুল হালিম (৫২)–কে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় স্বশস্ত্র ‘ছাবের বাহিনী’র বিরুদ্ধে। এ ঘটনায় আহতের ছেলে ইউনুস মোঃ শাহিন বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ছাবের বাহিনীর অস্ত্রধারী সদস্যরা প্রতিনিয়ত রাত নামার সঙ্গে সঙ্গেই গ্রামে অস্ত্রের মহড়া ও ফাঁকা গুলিবর্ষণ করছে। এতে সাধারণ গ্রামবাসী ও চিংড়ি চাষিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতেও অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলির শব্দে পুরো গুদামপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রোববার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে আমিরখালী পাড়ার তালতলী এলাকায় শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আহত আবদুল হালিমের ছোট ভাই আবদু রহিম ও স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, ছাবের বাহিনীর সন্ত্রাসীরা হত্যা চেষ্টার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রাতের আঁধারে গুলি ছুড়ে পরিবেশকে আরও ভীতিকর করে তুলছে। তাদের সন্ত্রাসী কার্যক্রমে চিংড়ি চাষিরা ভয়ে ঘের পরিচালনায় হিমশিম খাচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক পরিচালক আনোয়ারুল ইসলাম, চিংড়ি ব্যবসায়ী আবদুল মালেক, ঘের কর্মচারী মো. সেলিম, স্থানীয় বাসিন্দা ছৈয়দ করিমসহ অনেকে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে।