বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাঁশখালীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে সাকি আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে; স্বজনদের অভিযোগ, যৌতুক ও ঋণের কিস্তির টাকার জন্য স্বামী তাকে গলাটিপে হত্যা করেছে।

সোমবার(৫ মে) সকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামে স্বামীর বাড়ি থেকে সাকিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে সাকির স্বামী আজগর হোসাইন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা। ধারণা করা হচ্ছে, রোববার রাতেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গণ্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা গ্রামের আবুল হোসেনের মেয়ে সাকি আক্তারের সঙ্গে একই ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার নুরুল ইসলামের ছেলে আজগর হোসাইনের বিয়ে হয় ২০২২ সালে। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ ও যৌতুকের টাকা দাবি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল বলে অভিযোগ পরিবারের।

সাকির চাচা নুরুন্নবী বলেন, “মাসখানেক আগেও আমরা আজগরের নেওয়া এক লাখ টাকার ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করেছি। তাকে একটি অটোরিকশাও কিনে দেওয়া হয়েছিল। তারপরও যৌতুকের জন্য আমার ভাতিজিকে প্রায়ই নির্যাতন করত। ওকে গলাটিপে হত্যা করা হয়েছে, গলায় দাগও আছে।”

মেয়ের বাবা আবুল হোসেন অভিযোগ করেন, “আমার মেয়েকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে নির্যাতন করে মেরে ফেলেছে। এর আগেও আজগরের বড় ভাই হাসান নুর তার স্ত্রীকে একইভাবে হত্যা করেছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গলায় দাগ থাকার অভিযোগ আমরা শুনেছি।”

তিনি আরও বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তখনই বলা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”