মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ’র নিয়মিত ত্রৈমাসিক সভা

শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা গত (১০ মে) শনিবার সাড়ে তিনটার সময়ে চট্টগ্রাম পাচঁলাই হামজারবাগস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত,নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

উক্ত সভায় উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সম্মানিত সচিব জনাব এ ওয়াই এম ডি জাফর ও জনাব ইঞ্জিনিয়ার কামালুর রহমান চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি জনাব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ,সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মোঃ ইউসুফ,কেন্দ্রীয় পর্ষদ সদস্য সর্বজনাব শেখ মুজিবুর রহমান বাবুল,সাহেদ আলী চৌধুরী,শেখ মাকসুদুর রহমান দুলাল,আবুল কালাম,এস এম মোর্শেদূল আমিন,মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম,এম মাকসুদুর রহমান হাসনু,মোহাম্মদ আলী,ফজলুল করিম ফজু,জয়নাল আবেদীন জুলু, মনজুরুল ইসলাম চৌধুরী, ইউসুফ আলী, আমির খসরু,মাওলানা আবুল বাসার,মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান,এইচ এম আলী আবরাহা দুলাল,আশরাফ সিদ্দিকী,দিদারুল আলম,মোহাম্মদ আজম,মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ। সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় এৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় আসন্ন “সাংগঠনিক সংলাপ-২০২৫” নতুন আঙ্গিকে আয়োজন-এর জন্য বিস্তারিত আলাপ-আলোচনা সাপেক্ষে পূর্বের ত্রুটি-বিচ্যুতি আমলে নিয়ে ফলপ্রসূ সাংগঠনিক সংলাপ এর রুপরেখা প্রণয়নের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। আগামীতে অংশগ্রহণমূলক একটি সাংগঠনিক সংলাপের মাধ্যমে শাখা কমিটিসমূহ,সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ ও কেন্দ্রীয় পর্ষদ এর মধ্যে দুরত্ব কমিয়ে এনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সাংগঠনিক সেল,প্রচার ও মিডিয়া সেল,তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। মিলাদ,কিয়াম শেষে সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মাওলানা হাবিবুল হোসাইন।