শফিউল আলম, রাউজানঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হলদিয়া শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন, জুমাবার বাদে এশা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান হলদিয়া শাখার মাসিক তরিকত মাহফিল ও বার্ষিক কাউন্সিল-২০২৫ শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১ম অধিবোশনে সভাপতিত্ব করেন শাখার সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন। শাখার বিগত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন শেষে সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। ২য় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনের সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা ক জোনের সমন্বয়কারী মাষ্টার আনিস উল খান বাবর । কাউন্সিল পরিচালনা করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা ক জোনের সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ আলী ও মো: মিনহাজুল আবেদীন। এতে উক্ত কমিটির সকল সদস্যগন, উপদেষ্টাবৃন্দ ও বিভিন্ন শাখা হতে আগত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব খাইরুল বশরকে সভাপতি ও মো: আকতার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরিশেষে মিলাদ-কিয়াম, মুনাজাত ও তবরুক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
