মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্ট জব্দসহ আটক ২৪

সাগর পথে মায়ানমারে বাংলাদেশি সিমেন্ট পাচারকালে ২৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় , গোপন সংবাদের ভিতিত্তে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখিত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে কার্গো বোট হতে ফিশিং বোটে হস্তান্তরের সময় প্রায় ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রধান খবর

নির্বাচিত খবর