মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে মিরসরাই পৌরসভা বিএনপির আয়োজনে মিরসরাই লতিফীয়া মাদরাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন।
ওইদিন মিরসরাই পৌসভা বিএনপির আহবায়ক জামশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী।
এইসময় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আলিউল কবির ইকবাল, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, উপজেলা যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, মঞ্জুর বাহার, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক খায়ের উল্লাহ, শেখ জসিম উদ্দিন, ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ওমর শরীফ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. নুরুল করিম এরফান, উপজেলা মৎসজীবি দলের সাধারণ আনোয়ারুল হক চৌধুরী মুন্না, মিরসরাই পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপি নেতা শেখ আহম্মদ, আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম, পৌরসভা যুবদল নেতা সালা উদ্দিন, মিরসরাই পৌরসভা মহিলা দলের সভানেত্রী নাজনীন আক্তার মৌসুমী, সাধারণ সম্পাদিকা আবেদা সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও মানুষের অনুপ্রেরণা যোগায়।
সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।