মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মেদাকচ্ছপিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সেলিম উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম মেদাকচ্ছপিয়ায় রমজান আলী (৪০) নামের নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার সময় তার মৃত্যু হয়। নিহত রমজান আলী বর্নিত ইউনিয়নের মধ্যম মেদাকচ্ছপিয়া কালু সওদাগরের পাহাড় গ্রামের মৃত নুর আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজে যায় রমজান। ঐ সময় বিদ্যুৎতের তারের সাথে সে জড়িয়ে পড়ে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে সে মারা যান।

এ বিষয়ে ১নং ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। রমজান অনেক ভালো ছেলে ছিলো। এখন রমজানকে হারিয়ে পাগল প্রায় তার পরিবার।