মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

শফিউল আলম, রাউজানঃরাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজে ন উপজেলা পরিষদের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৩ জন মৎস্য চাষীকে ২৫কেজি করে প্রতি জনকে ২ বস্তা মাছের খাদ্য বিতরণ করা হয়। রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। উপজেলা প্রকৌশলী আবুল কালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চাষীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের ২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রতিজন মাছ চাষীকে ৫০ কেজি করে মাছের খাবার (ফিড) প্রদান করা হয়েছে। এই খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে এবং তাদের মাছ চাষ পুনরায় শুরু করতে উৎসাহ জোগাবে।”