চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(৫ মে) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের হাজী পাড়া জামে মসজিদ সংলগ্ন একটি পুকুরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতরা হলো মো. আয়ান (৫) ও মো. আহম্মদ (৬)। আয়ান ওই এলাকার আবুল বয়ান এবং আহম্মদ একই এলাকার মো. হান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরের পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
দ্রুত উদ্ধার করে স্থানীয় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
খেলতে গিয়ে দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।