কক্সবাজারের রামুতে দিদার বলীর অবৈধ বালুমহালে অভিযান পরিচালনা করেছে রামু উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৪ জুন) বিকেলে দক্ষিণ মিঠাছড়ি এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই সহযোগীকে সাজা দেওয়া হয়।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত স্ক্যাভেটর, ড্রেজার পাইপ ও স্তূপীকৃত বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার সাজ্জাদ জাহিদ রাতুল জানান, অভিযানের সময় দিদার বলী ও তার সহযোগীরা সাঁতরে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে দুই সহযোগীকে আটক করে যথাক্রমে ৭ (সাত) দিন ও ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। দিদার বলীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, স্পট নিলামের মাধ্যমে স্ক্যাভেটরটি সর্বোচ্চ ১,৫২০০০ টাকায় (ভ্যাট ও আইটি সহ ১,৯০,০০০ টাকা) বিক্রি করা হয়েছে। জব্দকৃত বালুর ক্ষেত্রেও নিলাম আয়োজন করা হলেও সর্বোচ্চ দরদাতা নির্ধারিত মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় পুনরায় নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।