মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রামুতে একই পরিবারের চার শিশু ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ

কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ চার শিশু একে অপরের আত্মীয়।

পরিবারের পক্ষ থেকে রামু থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ চার শিশু হলো, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।

শিশুদের পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো শুক্রবারও তারা জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। চার শিশুর সন্ধানে তৎপরতা শুরু করা হয়েছে এবং আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।